জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে খেলার মাঠ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৮:২৩:১৯ অপরাহ্ন
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ, সুস্থ মন অভিষ্ট লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করে যেতে শক্তি যোগায়। শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার জন্য মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জালালাবাদ ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রায় দুই একর আয়তন বিশিষ্ট এক বিশাল খেলার মাঠ উদ্বোধন করা হয়।
১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এর পক্ষে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিনিয়র শিক্ষক শাহেদ আহমেদের সঞ্চালনায় সকাল ১০টায় প্রথমে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে নতুন মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান লে কর্ণেল মো. আরিফ মাহমুদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ শাহানা আহমেদ চৌধুরী, মাঠ উদ্বোধন কমিটির আহবায়ক সহকারী শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
চেয়ারম্যান মাঠে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে স্কুল ও কলেজ দলের মধ্যে প্রীতি ফুটবল এবং হ্যান্ডবল খেলার সূচনা করেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানের নতুন মাঠকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিজ্ঞপ্তি