লিডিং ইউনিভার্সিটিতে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৬:৩২:০৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষা ও গবেষণার জন্যে অতি প্রয়োজনীয় ই-বুক, ই-জার্নাল ও অন্যান্য ই-রিসোর্স ব্যবহারের সুবিধার্থে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় এই ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো: রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ কবীর আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি