জাতীয় পুষ্টি সপ্তাহে সিলেটে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৭:৪০:৪২ অপরাহ্ন
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান বুধবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন। সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত র্যালি ও আলোচনাসভার মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. শরীফুল হাসান বলেন, পুষ্টি মানুষের সাংবিধানিক অধিকার। কর্মক্ষম ও মেধাবী জাতি গড়তে সবার মাঝে পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার মানুষের এ মৌলিক অধিকার রক্ষায় আন্তরিক। মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যে আমাদের সবাইকে বিশেষ করে সকল স্তরের স্বাস্থ্যকর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরে আলম শামীম, জুনিয়র কনসালটেন্ট সিডিসি ডা. শেখ কবির আহমেদ, ডিভিশনাল কনসালটেন্ট এনটিপি, সিলেট বিভাগ ডা. সাহিদ আনোয়ার।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. স্নিগ্ধা তালুকদার (এমও, ডিআরএস), ডা. মাইমুন নাহার (এম ও), ডা. ভাস্কর ভট্টাচার্য (এমও), ডা. এনি দে, ডা. তুলি শর্মা, ডা. জাহান ডা. প্রতীক প্রমুখ। এছাড়াও সিলেটের খাদিম পাড়া হাসপাতাল, সিডিসি, সিডিএইচ, কুষ্ঠ হাসপাতালসহ সিলেটের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কিশোর-কিশোরী ও সাধারণ মানুষের মাঝে পুষ্টির গুরুত্ব ও সচেতনতা তুলে ধরতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রয়েছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। আগামী ১৩ জুন পুষ্টি নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। বিজ্ঞপ্তি