আরিফ এ চৌধুরী পূবালী ব্যাংকের পরিচালক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৭:৪৩:০৭ অপরাহ্ন
সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর ১ম পুত্র আরিফ এ চৌধুরী পূবালী ব্যাংক লিমিটেড এর পরিচালক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ব্যাংকের ৪০তম সাধারণ সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। ব্যাংকিং ব্যবসার পাশপাশি আরিফ এ চৌধুরী শেয়ার, বীমা এবং ঔষধ শিল্পের সাথে জড়িত। তিনি ইংল্যান্ড আমেরিকান স্কুল ইউকে থেকে স্নাতক, যুক্তরাজ্যের আমেরিকান কলেজ থেকে বিবিএ এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ওয়াশিংটন ডিসি থেকে এম বি এ এবং এম এস ডিগ্রি অর্জন করেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং নিউইয়র্কে চেজ ম্যানহাটন ব্যাংকে তার কর্মজীবন শুরু হয়। বর্তমানে আরিফ এ চৌধুরী ট্রান্সকন সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সদস্য। তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক সিআইপি সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার মরহুম গাজী মাজহারুল আনোয়ার এর জামাতা। সংগীত শিল্পী ও টিভি উপস্থাপক দিঠি আনোয়ার আরিফ এ চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি