প্রকৃতিতে আগুন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৮:১৯:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রকৃতিতে যেন আগুন ছড়াচ্ছে। তীব্র গরেেম নাভিশ^াস ওঠছে সবার। গরম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দিনের বেলা মাথার উপর রোদের আগুন আর রাতে বদ্ধ ঘরে নিঃশ^াস নেওয়ার উপক্রম নেই। এরমধ্যে রয়েছে লোডশেডিং। নির্বাচনের জন্য যদিও বলা হয়েছে সিলেট নগরীতে লোডশেডিং কম থাকবে তবে গরমে তাও মানুষের সহ্যের বাইরে। বিদুৎ থাকলে ফ্যানের বিকল্প নেই, সেই ফ্যানেও গরম হাওয়া বের হচ্ছে। চলমান তাপপ্রবাহ আগামী ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে সিলেট আবাহাওয়া অফিস।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তারা জানায় পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময় দণি-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।