সেনাসদস্য নিহতের মামলায় সিসিকের ২ প্রকৌশলীর জামিন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৮:২৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগর ভবনের নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই প্রকৌশলী। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ জাহাঙ্গীরর হোসেন ও বিচারপতি এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদেরকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
তারা হলেন- সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আলী আকবর। এ তথ্য নিশ্চিত করেন তাদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু।
গত শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নগর ভবনের নির্মাণাধীন লোহার পাইপ পড়ে সেনাসদস্য লেন্স কর্পোরাল দেলোয়ার হোসেন নিহত হন। তিনি সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কোরে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। নিহত সেনাসদস্যের স্ত্রী ও এক ছেলে রয়েছে।
এর আগে নিহতের সতীর্থ সেনাসদস্য আব্দুল মান্নান বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা দায়ের করেন। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরকে দুই ও তিন নম্বর আসামিসহ পাঁচ জনের নামে মামলা এবং অজ্ঞাত আরো দুইজনকে আসামি করা হয়।