গোয়াইনঘাটে ভারতীয় মদসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৮:২৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার রিপন দাস উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সংগ্রামপুঞ্জি এলাকার রবীন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ রিপন দাশকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১২ বোতল ভারতীয় হুইস্কি মদ জব্দ করা হয়। এ ব্যাপারে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল।