প্রবাসী ছাত্রলীগনেতা আশরাফুল সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৮:৩২:৪০ অপরাহ্ন
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আশরাফুল ওয়াহিদ দুলাল মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে কাজ করার জন্য সিলেট এসেছেন। বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো নাঈম আহমদের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পরে মোটর শোভাযাত্রা সহকারে ১৮নং ওয়ার্ড প্রদক্ষিণ শেষে তার বাসভবনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল তাকে বাসায় ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব খান মাসুম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা বিশাল দে উৎস, ফারিব খান জেমু, আজিজুর রহমান মুন্না, শরীয়ত আলী, আব্দুল ওয়াজেদ মাহি, ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুম্মান রশীদ, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জিহাদুর রহমান তাহা, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন তুষারসহ সিলেট মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি