এখন থেকে ঘরে বসেই বিনিয়োগ বোর্ডের সেবা : সিলেটে বিডা’র চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৯:১৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘এবার ঘরে বসেই একই প্লাটফর্মে সব ধরনের বিনিয়োগ সেবা পাওয়া যাবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা এসব সেবা পাবেন। কাঙ্খিত সেবা দ্রুত পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই তৃতীয় পক্ষ মুক্ত হয়ে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে। কারণ বিনিয়োগ বোর্ডের শতভাগ সেবা এখন অনলাইনে।’
বুধবার সিলেটের একটি হোটেলে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ বিষয়ক কর্মশালায় বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া এসব তথ্য জানান।
কর্মশালায় বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওএসএস’র হালনাগাদ চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে দিনব্যাপর্ট প্রাণবন্ত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার’র সভাপতি আফজাল রশীদ চৌধুরী ও সিলেট উইমেন চেম্বার’র সভাপতি স্বর্ণলতা রায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি ভিত্তিক শিল্পায়নের অগ্রাধিকারের কথা উল্লেখ করে লোকমান হোসেন মিয়া বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে ২০ লক্ষের অধিক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ব্যবসা সহজীকরণে বিডা সর্বোত্তকভাবে উদ্যোক্তাদের সহায়তা করছে। ভৌগলিক কারণে বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশকে বেছে নিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম কনজ্যুমার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই ব্যবসায়ীদের আন্তর্জাতিকমানে উন্নীত হয়ে বিশ্বে রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান তিনি।
কর্মাশালায় বিডা চেয়ারম্যান বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট থেকে লনডনে পণ্য আরো সহজে পাঠাত কার্যকর উদ্যোগ নেয়া হবে।
বিডা’র নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, সিলেট বিনিয়োগের অপার সম্ভাবনাময় অঞ্চল। বিনিয়োগ বোর্ডে ওয়ানস্ট সার্বিসের মাধ্যমে সিলেট হতে পারে স্মার্ট বিজনেসের কেন্দ্রবিন্দু।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া বলেন, সিলেট বিভাগের ২৮ লক্ষ হোল্ডিং এন্ট্রি হয়েছে অনলাইনে। তারা চাইলেই এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারেন। সিলেটে বিডার কার্যক্রমে গতি আনতে শূন্যপদ পূরণের জন্য নির্বাহী চেয়ারম্যানের কাছে অনুরোধ।
কর্মশালায় জানানো হয়, বিডা বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগকারিদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ২৪টি সংস্থার ৭১টি সেবা প্রদান করে আসছে। এছাড়া ৪৩টি সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অতি দ্রুত এসব সংস্থার সেবাসমূহ বিডা ওএসএসে যুক্ত হবে। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিডার।
কর্মশালায় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সরকারী-বেসরকারী কর্মকর্তা, পুরুষ ও নারী উদ্যোক্তা এবং সিলেটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।