চৌহাট্টায় ফুটপাত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৭:১২:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ফুটপাত থেকে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা সংলগ্ন ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের হবিউল্লাহ’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির শাহজালাল মাজার ফাড়ির ইনচার্জ এস.আই কাজী জামাল বলেন, আব্দুল্লাহ নামের প্রতিবন্ধী ওই ব্যক্তি অপুষ্টিজনিত রোগে ভোগছিলেন। স্থানীয়রা ফুটপাতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে আমরা এসে মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক আব্দুল্লাহকে শনাক্ত করেন।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃৃতের স্বজনদের খুঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।