মেয়র প্রার্থী মোশতাকের প্রার্থীতা বৈধ ঘোষণা উচ্চ আদালতে
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৮:১৭:৩৭ অপরাহ্ন
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা জানিয়েছেন উচ্চ আদালত তাঁর মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করেছেন। ফলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিসিক নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। ২৫ মে মনোনয়ন যাচাই বাছাইকালে আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
ওইদিনই আমি কর অফিসে যোগাযোগ করে আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেই। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যালয়ে না পাওয়ায় আমাকে বলা হয় রোববার বেলা ১২টার মধ্যে আয়কর রিটার্নের কাগজ দেওয়া হবে। কিন্তু বেলা ৩টা পর্যন্ত আয়কর রিটার্নের কাগজ না পাওয়ায় আমি অফিসের সিনিয়র কর্মকর্তার নিকট অবিহিত করি। এর ১৫-২০ মিনিটের মধ্যে রিটার্নের কাগজ আমার হাতে আসে। ২৮ মে কাগজটি নিয়ে নির্বাচন কমিশন অফিসে যাই এবং সেখান থেকে বিভাগীয় কমিশনার বরাবর আপীল জমা দেই। আমাকে বলা হয় ৩০ মে আপিল শুনানী হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিভাগীয় কমিশনার ওইদিনই আপীলটি খারিজ খারিজ করে দেন। ২৯ মে টেলিফোনের মাধ্যমে আপিল খারিজের সংবাদটি আমাকে জানানো হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আপিল খারিজ হওয়ার পর আমি আইনজীবী ব্যারিষ্টার ফয়েজ আহমেদের মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হই। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের বিচারপতি কামরুল কাদের ও মো. শওকত আলী চৌধুরীর যৌথ বেঞ্চ আমার মনোনয়পত্রটি বৈধ বলে রায় প্রদান করেন।