২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নজরুলের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৮:১৯:৩৭ অপরাহ্ন
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক দু’বারের কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ২৭ নং ওয়ার্ডের হবিনন্দী, আলমপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গণসংযোগের পাশাপাশি বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত শিল্পকারখানার মালিক শ্রমিকদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় আব্দুল জলিল নজরুল বলেন, ২৭ নং ওয়ার্ডবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে কাউন্সিলর পদে নির্বাচিত করেন তাহলে ২৭ নং ওয়ার্ডকে আমি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে এসে একটি নান্দনিক ওয়ার্ডে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় ওয়ার্ডের মুরুব্বীয়ান, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি