গোয়াইনঘাটে যুবক ছুরিকাহত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৯:১৩:৫১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাহত হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাকুরবাজার পয়েন্টে বৃহস্পতিবার বিকেল ৪টায়। আহত যুবক একই বাজারের ফল বিক্রেতা রাখেস দাসের ছেলে রজত লাল দাস (৩৩)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল অনুমান ৪ টার দিকে রজত দাস তারই পাশের চানাচুর বিক্রেতা চেরাগ আলীর ছেলে আল আমীনের নিকট থেকে চানাচুর কিনতে গিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আল আমীন তাকে ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন এ বিষয়ে অবগত আছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, ব্যবস্থা নেয়া হবে।