জামায়াত নেতা ইমরানের মাতা ও আব্দুল করীমের ভাতিজার ইন্তেকালে জেলা নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৯:১৭:১১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আল-ইমরানের মাতা ও কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীমের ভাতিজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদ, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন আহমদ, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার ও এডভোকেট মমিনুজ্জামান, কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ ও সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোক-সন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি