নাজিরবাজারে দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৯:২৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার উপজেলার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটানার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতের নাম বাদশা মিয়া (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। বাদশা মিয়ার বাবা সায়েদ নূর মিয়া বুধবার একই দুর্ঘটনায় নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাশ বলেন, বাদশা মিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে ১৪ জন শ্রমিক মারা যান। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে বৃহস্পতিবার বাদশা মিয়া (২২) নামের একজন মারা যান।
এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনায় মামলা হয়েছে। এতে গাড়ি দুটির চালককে আসামি করা হয়। সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের ইজাজুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, দুই চালক পলাতক রয়েছেন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।
বুধবার ভোরে সিলেট নগরী থেকে ৩০ জন নির্মাণশ্রমিক একটি পিকআপ করে যাচ্ছিলেন। পথে নাজিরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৪ জন শ্রমিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১ জন। এর মধ্যে বাদশা মিয়া বুধবার সকালে মারা যান।
এদিকে, দুর্ঘটনার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, এসএমপি কমিশনার ও পুলিশ সুপারের প্রতিনিধি, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী, শাবির সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও বিআরটিএ’র সহকারী পরিচালক।