সমাজসেবী ওসমান খানের ইন্তেকালে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৯:৩৩:৩৭ অপরাহ্ন
নগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়া খানবাড়ী নিবাসী, ব্যবসায়ী ও সমাজসেবী ওসমান খান (৬৫) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, দক্ষিণ সুরমার মুরব্বী ব্যবসায়ী ও সমাজসেবী ওসমান খান যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও লিভার রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন বিনয়ী, পরোপকারী ও পরহেযগার প্রবীণ মুরব্বীকে হারিয়েছেন। যা সহজে পূরণ হবার নয়। তিনি আমৃত্যু আর্ত মানবতার কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ তার ভূলত্রুটিকে ক্ষমা করে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি