৭ বছর পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৫:৩৭:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: সাত বছর পর শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এছাড়াও হাফিজুল ইসলাম হাফিজকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আহাদ তুষারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব রহমান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ২০১৬ সালে ২ বছর মেয়াদী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ওই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে।