সাংবাদিক জিকরুলের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৮:১৫:৫৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার সাংবাদিক জিকরুল ইসলামের পিতা ডাক্তার নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় কোম্পানীগঞ্জ বুড়দেও-এর নিজ বাড়ি থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিতসহ নানা শারিরীক জটিলতা ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম’আ বুড়দেও জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন। এ ছাড়াও সালিশ, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠক ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত ছিলেন। ডাক্তার নুরুল ইসলাম’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।