বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবা চালু
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৮:৩০:৪৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালের সাবেক কোলরেক্টাল সার্জন, ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালের চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ সাদেক-এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার থেকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এ চালু হলো অত্যাধুনিক এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবা।
এর মাধ্যমে বিশ্বের খ্যাতিমান এডভান্সড ল্যাপারস্কোপিক, রোবোটিক্স এন্ড পেরিনিয়াল ক্যান্সার সার্জনের দ্বারা আন্তর্জাতিক মানের কোলরেক্টাল সার্জারি ও কোলরেক্টাল ক্যান্সার সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল কর্তৃক এই সেবা চালু হয়েছে। অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ সাদেক এখন থেকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে নিয়মিতভাবে (সপ্তাহে দুই দিন, বৃহস্পতি ও শুক্রবার) অত্যাধুনিক এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবাসহ বিশ্বমানের পরিপাকতন্ত্র সার্জারি ও ক্যান্সার সেবা প্রদান করবেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক মানের সার্জারি সেবার আলোকে বৃহত্তর সিলেটে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে এই সেবা সর্ব প্রথম চালু হয়েছে যা এতদাঞ্চলসহ বৃহত্তর সিলেটের পরিপাকতন্ত্র সার্জারি ও ক্যান্সার সেবায় অসামান্য অবদান রাখবে। সেবা গ্রহণে আগ্রহী সকলকে হাসপাতালের নির্দিষ্ট মোবাইল নং ( ০১৭০৩৯৬৯২৫৭)-এ অগ্রীম যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি