ফের বাড়তে পারে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৯:৪০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটসহ দেশের আট বিভাগে শুক্রবার কমবেশি বৃষ্টি হয়েছে। এতে কিছুদিন ধরে চলা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তাপমাত্রা কিছুটা কমেছে। তবে দুদিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এ সময়ের শেষদিকে তাপমাত্রা বাড়তে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত আরও অগ্রসর হতে পারে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে ঢাকার আকাশ ছিলো মেঘলা। বেলা কিছুটা বাড়তেই নামে ঝুম বৃষ্টি। সঙ্গে ছিল মেঘের গর্জন। সিলেটেও সকালে গুঁড়ি গুঁড়ি সামান্য বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে রোদের উত্তাপও বাড়ে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রী। অনুভূত হয় ৩৯ ডিগ্রীর মতো। শেষ বিকেলে আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। সাথে কিছুটা বাতাসও ছিলো। এতে কিছুটা প্রশান্তি ফিরে পান মানুষ।