আপনারা ভোটের মাধ্যমে উন্নয়নের পক্ষে রায় দিবেন : এমএ মান্নান
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৭:২৩:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, অচিরেই দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। বিদ্যুৎ নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিশুদ্ধ পানি সরবাহে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কাজের সরকার। এ সরকারের আমলে দেশে উন্নয়ন কাজ হয়। তা দেখে একটি মহল সহ্য করতে পারে না। তাই নানান কথা বলে দেশে সংঘাত সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে আপনারা সতর্ক থাকুন। তিনি বলেন, আমরা দেশে শান্তি চাই। হিন্দু-মুসলিম ভাই ভাই। আমাদের সবাইকে মিলেমিশে চলতে হবে।
শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুর রব সরকার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর পুত্র শাহদাত মান্নান অভি, নবনির্বাচিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, ভারপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমুখ।
সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ জনতা অংশ গ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলফাত হোসাইন ও গীতাপাঠ করেন অমিতাব দাস। সভায় দরিদ্র পরিবারের সুবিধাভোগীদের মাঝে নলকূপ ও ল্যাট্রিন বিতরণ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় নলকূপ ও ল্যাট্রিন পেয়ে দরিদ্র পরিবারের মানুষের মুখে হাসি ফুটে উঠে। প্রচন্ড গরম উপেক্ষা করে কয়েক হাজার মানুষের সমাগম সামাল দিতে থানা পুলিশ সহ অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।