জগন্নাথপুরে রাণীগঞ্জ বাজার রাস্তা পাকা হওয়ায় জনমনে সন্তোষ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৭:৩৪:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের রাস্তার করুণ দশার কারণে দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী, ক্রেতা সহ সর্বস্তরের মানুষ নানা ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। অবশেষে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিপ্তরের উদ্যোগে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাজারে আরসিসি পাকা রাস্তা নির্মাণ হওয়ায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। শনিবার সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম নবনির্মিত রাস্তা উদ্বোধন করেন। এ সময় রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল, রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, শাহানুর আহমদ, রাজিব তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। এদিকে-বাজারে নতুন পাকা রাস্তা পেয়ে স্থানীয় জনমনে আলাদা আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।