কমার্স ব্যাংক সিলেট জোনের ব্যবসা পর্যালোচনা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৯:৩০:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র সিলেট জোনের উদ্যোগে ব্যবসা পর্যালোচনা বিষয়ক সভা শনিবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও (সিসি) ড. মো: আব্দুল কাদির।
সভায় উপস্থিত ছিলেন- সিলেটের এফএভিপি ও শাখা ম্যানেজার মোহাম্মদ মুহিতুর রহমান, চুনারুঘাটের শাখা ম্যানেজার আহমেদ মুক্তাদির রহমান, জুড়ি’র পিও ও শাখা ম্যানেজার মো: মোজাহিদ খান, শমসেরনগরের শাখা ম্যানেজার ললিত মোহন সিং, চুনারুঘাটের পিও ও ম্যানেজার অপারেশন, জালালপুর বাজার সাব ব্রাঞ্চ’র পিও ও ইনচার্জ কুদরত এলাহি ভূইয়া, সিলেটের এসও ও ম্যানেজার অপারেশন কাজি শরিফ মিয়া, এসও ক্যাশ মো: নুরুজ্জামান, অফিসার ক্যাশ মো: মখলেছুর রহমান, শায়েস্তাগঞ্জ সাব ব্রাঞ্চ’র অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম, জুড়ি’র অফিসার ও ম্যানেজার অপারেশন মঞ্জুরুল মওলা, শমসের নগরের অফিসার এইউএম শহিদুল্লাহ মিয়া, সিলেটের জেও ক্যাশ সাব্রিটি লস্কর, চুনারুঘাটের জেও ক্যাশ ও ক্রেডিট অফিসার মো: ফয়সাল করিম, জালালপুর বাজার সাব ব্রাঞ্চ’র জেও ক্যাশ ফয়জলুল আবসার, জুড়ি’র জেও ক্যাশ ও ক্রেডিট অফিসার নজরুল ইসলাম, রানিগঞ্জ সাব ব্র্রাঞ্চ’র জেও ইনচার্জ সুমন বিশ^াস, রবির বাজার সাব ব্রাঞ্চ’র জেও ও ইনচার্জ নাসির আহমেদ, আসামপুর সাব ব্রাঞ্চ’র জেও ক্যাশ সুবেল বিশ্বাস, সিলেটের প্রভিশনারী অফিসার কৌশিক শাহ, শমসের নগরের প্রভিশনারী অফিসার বিপ্লব কুমার হালদার প্রমুখ। -বিজ্ঞপ্তি