রোটারিয়ান ড. মির শাহ আলম-কে সাউথ এশিয়া রেডিও ক্লাবের উষ্ম সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৯:৩৭:৫৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার মেলবোর্ন অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে সাফল্যের সাথে অংশগ্রহণ সার্ক এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক রোটারিয়ান ড. মির শাহ আলম-কে উষ্ম সংবর্ধনা দিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
গত বৃহম্পতিবার সন্ধ্যায় সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়। এরপূর্বে ৭ জুন সন্ধ্যায় ড. মির শাহ আলম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ক্লাবের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ড. মির শাহ আলম অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ৫ দিনের রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশগ্রহণ, সাইড ভিজিট এবং অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন- এবিসি রেডিও ভিজিটের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সার্ক- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সার্ক- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক সুনিল দাস, সদস্য জীবন দাস এবং খোকন দাস, সার্ক- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান ও সদস্য আব্দুল বারি, সার্ক- খাঁন চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের সহ-সভাপতি লোচন বাড়াইক, সার্ক- হাবিবনগর চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের সভাপতি কিশোর শিং ঘাটোয়ার, সাধারণ সম্পাদক সুজলা বাউরী ও যুগ্ম সম্পাদক মোছা. মাহমুদা আক্তার সখি। কেন্দ্রীয় ক্লাবের শিশু সদস্য লাবীব ইকবাল ও শাহপরান শাখার নার্গিস জাহান ইমা, মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ড. মির শাহ আলম এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি