জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৭:৩০:৫৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষ ও হামলার ঘটনায় টানা ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জুয়েল মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা মোকামপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, হিজলা মোকামপাড়া গ্রামের আবদুস শহিদ ও ধন মিয়ার লোকজনের মধ্যে পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আপোষে নিস্পত্তি হলেও রেশ থেকে যায়। এরই জের ধরে গত ৯ দিন আগে দ্বিতীয়বার সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় আবদুস শহিদ ও জুয়েল মিয়া গুরুতর আহত হন। এ সময় প্রাণে বাঁচতে নিজ ঘরে ধানের গোলার নিচে গিয়ে লুকিয়ে ছিলেন জুয়েল মিয়া। তাতে তার শেষ রক্ষা হয়নি। প্রতিপক্ষ ধন মিয়ার লোকজনের এলোপাতারি সুলফির আঘাতে তার চোখসহ সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনার ৯ দিনের মাথায় ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় হতভাগ্য যুবক জুয়েল মিয়ার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে চলছে শোকের মাতম।