দোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৭:৩২:২০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের সভাপতি মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন, সোহেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা ড্রাইভার শ্রমিক সংগঠনের সভাপতি মো মাসুক মিয়া প্রমুখ। ফাইনালে সুরমা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে মান্নারগাঁও ইউনিয়ন টিম বিজয়ী হয়।