সিলেটে বজ্রবৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ১০:১৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে সোমবার মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংস্থাটি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
এদিকে নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে প্রচ- তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের বাকি অংশ, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকার কিশোরগঞ্জের নিকলি ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।