জগন্নাথপুরে টমটমের নিচে পড়ে চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৬:৫৪:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে লাকড়িভর্তি ইজিবাইক (টমটম) এর নিচে চাপা পড়ে চালক হারুন মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাণীগঞ্জ বাজার এলাকা থেকে লাকড়িভর্তি একটি টমটম বেড়িবাঁধ রাস্তা হয়ে স্বাধীন বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে নিজ গাড়ির নিচে চাপা পড়ে চালক হারুন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন তা নিশ্চিত করেছেন।