গোয়াইনঘাটে ইউপি দুর্যোগ কমিটির প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৮:০৪:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ বন্যা, পাহাড়ি ঢল, বজ্রপাত, খরা প্রভৃতিতে সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ে ১২নং গোয়াইনঘাট সদর ইউপির জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ বিষয়ে কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবি দিশারি প্রকল্পের আয়োজনে ইউপিএম সুমার সঞ্চালনে বিষয়টির উপর প্রশিক্ষণ প্রদান করেন প্রোগ্রাম মনিটরিং অফিসার তানিম পাপিয়া। ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে সকল সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
ইউপি চেয়ারম্যান সুমন বলেন, আমি সদর ইউপির চেয়ারম্যান হলেও হাওরবেষ্টিত ইউনিয়ন, যেখানে প্রায় ৯৭% মানুষ দরিদ্র। পুষ্টির ঘাটতি ও বেকারত্ব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা নিত্য সাথী। গত বছর এই দিন থেকে আমরা স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার ছিলাম। আজ খরার প্রখরতায় পুড়ছে। দুর্যোগে পূর্ব প্রস্তুতি প্রয়োজন। বন্যার সময় জরুরী প্রয়োজনে আক্রান্ত মানুষের উদ্ধারে ইউপিতে ৫ টি নৌকা রাখা হবে। বজ্রপাতে সচেতন থাকতে হবে সবাইকে। দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে আমাদের সকলকে সচেতনতার সাথে কাজ করতে হবে।