২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নজরুলের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৯:০৬:৫০ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ নং কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল জলিল নজরুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর ও পাঠানপাড়া এলাকায় টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় আব্দুল জলিল নজরুলের বলেন, আমি সিসিক নির্বাচনে আপনাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো প্রার্থী হয়েছি। সিলেট সিটি কর্পোরেশনে ২৭ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। আমি বিগত সময়ে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিল হিসেবে এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দিয়েছে। আমি আশাবাদী ওয়ার্ডের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ২১ জুন ২৭ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে টিফিন প্রতীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবেন। বিজ্ঞপ্তি