তাহিরপুরে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৮:২৯:১৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার যাদুকাটা, পাটলাই, রক্তি ও বৌলাই নদীতে ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।
যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ১ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার নদীরগুলোর একাধিক স্থান দিয়ে পাহাড়ি ঢলের পানি উপচে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করেছে।
এদিকে, উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলের পানি বাড়ায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা গেছে।
উপজেলার টাংগুয়ার হাওরে পাড়ের কৃষক আরিফ মিয়া জানান, পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে প্রবল বেগে প্রবাাহিত হচ্ছে। ঢলের পানি টাংগুয়ার হাওর, শনি, মাটিয়ানসহ বিভিন্ন হাওরে প্রবেশ করছে। জেলেরাও মাছ ধরতে নেমেছে বহু দিন পর।
মাটিয়ান হাওর পাড়ের কৃষক সাদেক আলী জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে স্বস্তিতে আছি। বুধবার সকাল থেকে পাহাড়ি ঢলের পানি যাদুকাটা ও পাটলাই নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। দুপুর থেকে মাটিয়ান হাওরে ঢুকতে শুরু করেছে। রাতের মধ্যেই হাওর পানিতে কানায় কানায় পরিপূর্ণ হবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি জানিয়েছেন, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হলেই আমাদের এখানে পানি বেড়ে যায়। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বুধবার সকাল থেকে পাহাড়ি ঢলের পানি উপজেলার নদীগুলো দিয়ে প্রবল বেগে নিন্মাঞ্চল ও হাওরে প্রবেশ করছে।