সিলেটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা শনি ও রবিবার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৮:৩০:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে দিনব্যাপী বিজ্ঞান মেলা শনিবার এবং ই-গভর্নেন্স ও উদ্ভাবনী মেলা রোববার অনুষ্ঠিত হবে। সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা। পরদিন ই-গভর্নেন্স ও উদ্ভাবনী মেলায় বিশেষ অতিথি থাকবেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অনুপমাপ সেন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় মেলার প্রথমদিন শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন, সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ বিষয়ক সেমিনার, দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, এছাড়া সকাল ১১টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ বিজ্ঞান (মিউজুবাস ও মুভিবাস) প্রদর্শনী এবং সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণ।
পরদিন রোববার সকাল ১০টায় ই-গভর্নেন্স ও উদ্ভাবনী আনুষ্ঠানিক উদ্বোধন, সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন দপ্তর/ কার্যালয় এর উদ্ভাবনী উদ্যোগসমূহ উপস্থাপন, ইনোভেশন বিষয়ক ডকুমেন্টরি/ অ্যানিমেশন প্রদর্শন। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত সেমিনার এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণ।