জালালপুরে কেমন হবে প্রাইমারি শিক্ষা, ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৮:৫৪:১৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় ‘উইসডম এডুকেয়ার বিডি’ এর উদ্যোগে ও রেজা মেমোরিয়াল ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় কেমন হবে প্রাইমারি শিক্ষা? এই শিরোনামে একটি শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জালালপুর ইউনিয়নের গরীব নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বিদ্যালয়ের অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
গরীব নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে ও ‘উইসডম এডুকেয়ার বিডি’ এর প্রেসিডেন্ট এস এম ফাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, এনামুল কবির, সালেহ আহমদ শাহিন, ইউপি সদস্য ফজির আলী, আব্দুল্লাহ আল হাদি, জামাল আহমদ, আহাদ আলী, মাহফুজুর রহমান, ফাহিম রহমান, সুবর্ণা, লাভলী বেগম প্রমূখ। বিজ্ঞপ্তি