সিলেটে সড়ক দুর্ঘটনার শিকার ম্যাজিস্ট্রেট
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৮:৩৭:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সড়ক দুর্ঘটনার ম্যাজিস্ট্রেটসহ ২ জন আহত হয়েছেন। আহত ম্যাজিস্ট্রেটের নাম নিবিড় রঞ্জন তালুকদার। তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনজিও ও স্থানীয় সরকার শাখা) কর্মরত আছেন। বুধবার সকাল ৬টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনার ঘটে।
জানা গেছে, বুধবার ভোর ৬টায় সিলেট জেলা প্রশাসক অফিস থেকে নগরীর পাঁচ তারকা মানের হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’ যাওয়ার পথে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাজারো জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হন ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জনসহ গাড়ির চালক আব্দুল মজিদ। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি এবং গাড়ি চালক আশংকামুক্ত আছেন।