ছাতকে পুলিশের হাত থেকে ডাকাত পলাতক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৬:০২:২৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেলো আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের এক ডাকাত। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লা ওরফে কাটা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, রাহাজানি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, পলাতক আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাজারে জাহিদপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আসামী শামীম স্থানীয় বাজারে ক্যারম খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তার এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে আসামী শামীম হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এএসপি রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে পলাতক আাসামীর খোঁজে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করে যায়নি। তবে রাত ২টার দিকে হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়রা সার্কেল রণজয় চন্দ্র মল্লিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে, তাকে দ্রুত গ্রেফতারে সর্বত্র অভিযান চলছে।