জেলরোড এলাকায় আনোয়ারুজ্জামানের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৬:২১:৪৫ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য নৌকায় ভোট দিন। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। বাংলাদেশের যত উন্নয়ন আওয়ামী লীগ করেছে, অন্য কোন দল বা ব্যক্তি তার সিকিভাগও করতে পারেনি।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর জেলরোড এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সম্পাদকন্ডলীর সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, ড. মিসবাউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ খান, মতছির চৌধুরী, ফাহিম আহমদসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি