বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৮:৩১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মাদারিটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের নাম আকবর আলী (৬৫)। তিনি উপজেলার মাদারিটুলা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বুধবার রাতে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সকালে আকবর আলী নামে ওই ব্যক্তি গাছগাছালি পরিস্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।