বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৮:৩২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ছাতকের কাড়ইলগাঁও গ্রামে ও দোয়ারাবাজারের এরুয়াখাই গ্রামের কচুবিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলার কাড়ইলগাঁও গ্রামে হাওরে শিকারে গিয়ে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তার নাম আমির আলী (৪৫)। তিনি নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
একই দিন সকাল ৮টার দিকেদোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের কচুবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. ইসমাইল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।