জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৯:২৬:৫০ অপরাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: মজিবর রহমান এর সভাপতিত্বে সভায় সিলেট জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক জানান, সিলেট অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বড় ধরণের বন্যার আশংকা রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
পরবর্তীতে সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে সকলকে অবহিত করেন। এছাড়া, সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর প্রধান/প্রতিনিধিগণ তাদের অধিক্ষেত্রের আওতাধীন বিষয়াবলী উপস্থাপন করেন এবং বিস্তারিত আলোচনা করেন।
সভায় আবহাওয়া অধিদপ্তর সিলেট থেকে জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবার ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গতবছরের জুন মাসে ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাত জুন মাসে ৮১৮ মিলিমিটার। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা আছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বন্যাকালীন উদ্ধারকাজ ত্বরান্বিত করার জন্য পার্শ্ববর্তী জেলা হতে নৌযান নিয়ে আসার অনুরোধ করেন। তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে নৌযান প্রাপ্তির জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক মজুদের কথা জানতে চাইলে ৪১৯ মে.টন চাল এবং ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৪৬৬ বান্ডিল ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ ১৩ লাখ ৯৮ হাজার/ টাকা মজুদ আছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পরামর্শ দেন। যেসব উপজেলায় পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে সেগুলোতে অতি বর্ষণের সময় পাহাড়ের পাদদেশ হতে সকলকে সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শুকনো খাবার বিশ হাজার প্যাকেট/বস্তা মজুদের লক্ষ্যে চাহিদাপত্র প্রেরণ করা, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করা, পর্যাপ্ত ঔষধ মজুদ রাখা এবং দুর্যোগের স্থায়ী আদেশাবলী অনুযায়ী স্ব স্ব দপ্তরকে বন্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। খাদ্য গুদামের পানি নিষ্কাশনের নিমিত্ত প্রয়োজনীয় পাম্প ক্রয়ের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়। বন্যা মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী এবং অর্থ মজুদ আছে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসএমপি, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী, সিলেট সিটি কর্পোরেশন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলা নির্বাহ অফিসারগণ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ সভায় জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি