ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১১:০৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়।
ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে। এ তথ্য দৈনিক জালালাবাদকে জানালেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন।