গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৯:১১:১৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সকালে ভূ-কম্পনে কেঁপে উঠে গোয়াইনঘাট। দুর্যোগের আশঙ্কায় মানুষের মনে আতংক বিরাজ করছে।
গেল বছর এই দিনে গোয়াইনঘাট আক্রান্ত হয়েছিল স্মরণকালের ভয়াবহ বন্যায়। ঠিক একই দিন, একই তারিখে এবারও পাহাড়ি ঢলে আক্রান্ত হলো গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। গত ১৩ জুন রাত থেকে ভারী বর্ষন শুরু হলে পাহাড়ী ঢলে ভরে যায় নদ নদী। শুক্রবার সকালে নিমজ্জিত হয় হাওর এলাকা। হাওরবাসী রয়েছেন পানিবন্দী। নেই গো মহিষ চরানোর জায়গা। এর মধ্যে শুক্রবার সকাল ১০ টা ৪২ মিনিটে ভূ-কম্পনে কেঁপে উঠে গোয়াইনঘাট। মানুষ আতংকিত হয়ে পড়েন। আশঙ্কায় পড়েন গত বছরের মত কি মহাদুর্যোগের মখোমুখি হচ্ছেন? পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন রয়েছে পিরিজপুর সোনার হাট সড়ক যোগাযোগ। উনাই ব্রিজ নির্মাণে ধীর গতির কারণে শুরু হয়েছে শিক্ষার্থীসহ লক্ষ মানুষের দুর্ভোগ। ঐ ব্রীজে খেয়া পারাপার হয়ে আসতে হচ্ছে গোয়াইনঘাট সদরে। ফলে অন্তহীন ভোগান্তিতে পড়েছেন মানুষ। ভারী বর্ষন অব্যাহত থাকায় গত বছরের মত মহাদুর্যোগের শঙ্কা দেখছেন এলাকাবাসী।