লাউয়াইয়ে লাঙ্গল প্রতীকের সমর্থনে গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৭:২৩:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ইভিএমে ভোটের শংকা থাকলেও সুষ্ঠু পরিবেশে ভোট হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত। দক্ষিণ সুরমা এলাকার সন্তান হিসেবে আমি আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমার বিশ্বাস দক্ষিণ সুরমার নাগরিকসহ নগরবাসী আমাকে তাদের পবিত্র আমানত দিয়ে মেয়র পদে নির্বাচিত করবেন।
তিনি শনিবার দুপুর ২টায় নগরীর দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের মোড় থেকে লাউয়াই পর্যন্ত এলাকায় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে গণসংযোগকালে এ কথাগুলো বলেন।
গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল এর সাথে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরসহ জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি