সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৮:০৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরের ঝড়-বৃষ্টির সময় আলাদা দিরাই ও বিশ্বম্ভপুর উপজেলায় এই তিন জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে মাছ ধরতে গিয়ে এক জেলে ও নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বারকী শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক, বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)। এর আগে গত বৃহস্পতিবার ছাতক ও দোয়ারাবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।
এদিকে বজ্রপাতের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় হাওরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসনের। সেই সাথে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জানা গেছে- শনিবার ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান দিরাউ উপজেলার চরনারচর ইউনিয়ন দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক মালেক। এসময় প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মালিকের।
এদিকে প্রচন্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।