তাহিরপুরে সাকিব হত্যা মামলায় চার আসামী জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৮:১৩:২৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত সাকিব হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশাররফসহ চারজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিনে আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত কাউসার আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তারা হলেন, সাকিব হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ঘাগটিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোশাররফ হোসেন তালুকদার, তার ছেলে মোনায়েম তালুকদার রাজু, মহিনুর তালুকদার, তার ছেলে রাফি তালুকদার। এই চার জন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর নিম্ন আদালতে জামিন আবেদন করে।
নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মজিবুর রহমান ওরফে ভাটি মজিবুরের ছেলে।