সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ৬:৪৩:৪৯ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২ টায় উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দের আয়োজনে পৌরশহরের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারাদেশে সব সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ জন গ্রেপ্তার হলেও চেয়ারম্যানের ছেলে পলাতক রয়েছে। এ সময় এই হত্যাকা-ে পলাতকদের দ্রুত গ্রেপ্তার এবং সব আসামির ফাঁসির আদেশ নিশ্চিতের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও কালবেলার আজমিরীগঞ্জ প্রতিনিধি এনামুল হক মিলাদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাধারন সম্পাদক এবায়দুর রহমান রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা, সেন্টু আহমেদ জিহান, দিলোয়ার হোসেন, হাবিবুর রহমান রিয়াদ,রাইসুল ইসলাম নাইম, এসকে কাউসার আহমেদ, রুজেল আহমেদ প্রমুখ।