ছাতকে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৮:১৫:০৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংক। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জোনের ছাতক এরিয়ার আওতাধীন গ্রামীণ ব্যাংক বিভিন্ন শাখায় এ কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিশ্বনাথের লামাকাজী শাখায় সদস্যদের মধ্যে ১১হাজার ৮৮০টি গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ছাতক এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, শাখা ব্যবস্থাপক আবদুল মালেকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এরিয়ার মোট দশটি শাখার সদস্যদের মধ্যে বিতরণ করা হবে প্রায় সোয়া লাখ গাছ। চলতি সপ্তাহে শাখাগুলোতে পৌণে তিন লাখ গাছের চারা বিতরণে তাদের পরিকল্পনা রয়েছে।
১৫জুন ছাতক শাখার উদ্যোগে ত্রৈমাসিক কেন্দ্র প্রধানদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ছাতক এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, ছাতক শাখার ম্যানেজার ছয়ফুল আলম খাঁ প্রমূখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত।
এদিকে, গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের ৫০টি শাখায় ৫লাখ ৯৪হাজারটি চারা গাছ বিতরণের কর্মসূচি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।