বৃষ্টিতে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ১২:০১:১২ অপরাহ্ন
স্টাফ রির্পোটার: গত পাঁচ ছয়দিন থেকে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিদিন ভোররাতে বৃষ্টি শুরু হয়ে দুপুর পর্যন্ত অব্যহত থাকতে দেখা গেছে। ইদানীং সিলেটে বৃষ্টির সাথে নতুন এক আতঙ্ক দেখা দিয়েছে জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই এখন নগরীর রাস্তাঘাট ডুবে যায়, বিভিন্ন বাসাবাড়ি ও বিদ্যালয়ের উঠোন পানিতে তলিয়ে যায়। ফলে বৃষ্টির জন্য সিলেটে আজকের সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই বলছেন এবারের ভোট নিয়ে এমনিতেই নগরবাসীর অন্যবারের মতো তেমন কোনো আগ্রহ নেই এরমধ্যে যদি বৃষ্টিতে নগরী জলমগ্ন থাকে তবে অনেক ভোটার নাও আসতে পারেন। অনেক কেন্দ্রে দেখা গেছে ভারি বৃষ্টিতে পানি ঢুকেছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে তারা তৎপর। যেগুলোতে পানি ঢুকেছে তাতে বালি দিয়ে উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার মধ্যরাত থেকে নির্বাচনের সকল প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ছিল টানা বৃষ্টি। এতে পানি জমে নগরীর অনেক এলাকার মতো অনেক ভোট কেন্দ্রের মাঠ পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা নতুন করে সিটিতে অন্তর্ভুক্ত শহরতলীর কেন্দ্রগুলো। তবে দুপুরের পর থেকে বৃষ্টি থেমে যাওয়ায় অনেক জায়গা থেকে পানি সরে যেতে দেখা গেছে। কিন্তু অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়ায় সকাল থেকে যদি বৃষ্টি হয় তবে নগর থেকে শহরতলী সব কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্ক থাকছেই। অনেকে বলছেন মানুষের বাড়িঘরে পানি উঠলে ঘরে ছেড়ে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবে এমন শখের ভোট এবার নেই।
ভোট নিয়ে কথা হয় শহরতলীর দক্ষিণ সুরমার বরইকান্দির ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সাথে। তিনি বলেন আমাদের পাশর্^বর্তী এলাকার এবার ২৮ নং ওয়ার্ড হিসেবে সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। তাই সবার সাথে ঘর থেকে বের হলেই দেখা হয়। ভোট নিয়ে মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ দেখছি না যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দেখতাম। তাছাড়া বৃষ্টিপাতের যে অবস্থা দেখছি মানুষ ভোট দিতে যাবে কিনা তাও একটা চিন্তার ব্যাপার। বৃষ্টিতে অনেকের বাড়ির সামনে পানি জমে গেছে। বেশি বৃষ্টি হলে উঠোন পানিতে তুলিয়ে যায়। ভোটের দিন সব অফিস আদালত বন্ধ থাকে, তাই শুধু ভোটের জন্য বৃষ্টির পানি মাড়িয়ে লোকজন ঘর থেকে বের হবে বলে মনে হয় না।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, সিলেটে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে কয়েকটি কেন্দ্রের মাঠে পানি উঠেছে। তবে কোনো কেন্দ্রের ভেতরে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, যেসব কেন্দ্রের মাঠে পানি প্রবেশ করেছে সেখানে বালি ফেলে ভোটারদের দাঁড়ানোর উপযোগী করতে সিটি কর্পোরেশনকে বলেছি। তারা এ বিষয়ে কাজ করবেন। এছাড়া আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, সোমবার রাত ১২টা থেকে ৪২ ওয়ার্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪২ টিম, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১০টিম রয়েছে। প্রতিটি টিমের সঙ্গে রয়েছে ১ প্লাটুন বিজিবি।