কেন্দ্রে নারীদের আধিক্য
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৯:০৪:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে থাকে। উপস্থিত ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। নারী ভোটাররা ভোট দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশিরভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের আধিক্য ছিলো। তবে কিছু কেন্দ্র ফাঁকা থাকতেও দেখা গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়- পুরুষদের চাইতে নারী ভোটারের লাইন দীর্ঘ। তাদের মাঝেও রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। এ সময় ইভিএমে ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করে ভোটারদের মধ্যে।
ইভিএমে প্রথম ভোট দিয়ে আনন্দ প্রকাশ করে শাহজালাল আদর্শ বিদ্যালয়ের কেন্দ্রের ভোটার রাজিয়া বেগম বলেন, এবার আমি প্রথম ইভিএমে ভোট দিলাম। ভোট দিতে কোনো সমস্যা হয়নি। ইভিমে ভোট দেওয়া খুব সহজ।
লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন সম্পা রানি নামে এক ভোটার। তিনি দৈনিক জালালাবাদকে বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। এজন্য ভালো লাগছে। সকালে এসেছি ভোট দিয়ে দ্রæত বাসায় চলে যাবো। আরো অনেক নারী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।
সকাল সাড়ে ১১টায় জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাযী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে ভোটার সংখ্যা প্রায় হাজার। এর মধ্যে এখানে নৌকার মেয়র ও কাউন্সিলর সব প্রার্থীর এজেন্ট রয়েছেন। ভোটকেন্দ্রের কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয়।
এই ভোটকেন্দ্রের ভোট দিতে এসেছেন মধ্যবয়সী নারী ছালেহা বেগম। তিনি দৈনিক জালালাবাদকে বলেন, আমি আরো অনেকবার ভোট দিয়েছি। তবে, এবার ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবো। একটু ভয় লাগছে। মেশিনতো ভালো বুঝি না। দেখি কী, হয়। মমতা বেগম নামের আরো এক ভোটার বলেন, আগে আগে ভোট দিয়ে চলে যেতে সকাল সাড়ে ৭টায় লাইনে দাঁড়িয়েছি। লাইনে মানুষ বেশি থাকার কারণে দেরি হচ্ছে। বাসায় ছোট ছোট ছেলেমেয়ে রেখে এসেছি। তবে এবার লাইনে বেশি সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।