সিলেটে জামানত হারাচ্ছেন ৫ মেয়র প্রার্থী
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ৬:৫৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি নির্বাচনে শর্ত পূরণ করতে না পারায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে পাঁচ মেয়রপ্রার্থীর। এই সিটিতে মোট ৮ জন মেয়র পদে লড়েন। ফলাফল ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে মোট ২ লাখ ২৬ হাজার ৬৪৩ ভোট পড়ে। এর আট ভাগের এক হিসাবে ২৮ হাজার ৩৩০ ভোটের বেশি পেয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (৫০,৮৬২ ভোট) এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (২৯,৬৮৮ ভোট)।
ভোটে জামানত রক্ষার শর্ত পূরণ করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (১২,৭৯৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (৪,২৯৬ ভোট), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (২,৬৪৮ ভোট), জাকের পার্টির জহিরুল আলম (৩,৪০৫ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা (২,৯৫৯ ভোট)।
সিটি নির্বাচনে মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোটও না পাওয়ায় এই প্রার্থীরা জামানত ফেরৎ পাচ্ছেন না।
সিলেট সিটি করপোরেশনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে সিলেট সিটিতে ভোট পড়ে ৪৬ দশমিক ৭১ শতাংশ।