দু’কূল হারালেন দুই মহিলাদল নেত্রী
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ৮:০৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ও জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপী। এতে দল থেকে তাদের বহিষ্কার করা হয়। নির্বাচনে তারা দুজনই পরাজিত হয়েছেন। এতে তারা দল ও সিসিক দুকূলেই পদ হারালেন।
নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়েন শাহনাজ আর শেপী লড়েন সংরতি নারী কাউন্সিলর পদে। সিসিক নির্বাচনে শেপীর প্রাপ্ত ভোট ৪ হাজার ২শ ৫৬ আর বিজয়ী প্রার্থী শারমিন আক্তার রুমির প্রাপ্ত ভোট ৪ হাজার ৪শ ২১ ভোট।
ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ে শাহনাজের প্রাপ্ত ভোট ৬শ ২৮। একই ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু ৩ হাজার ৫শ ১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ গত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরতি ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনবারই বিজয়ী হয়েছিলেন। তিন মেয়াদেই ছিলেন সিলেট প্যানেল মেয়র। এছাড়া সালেহা কবীর শেপী গত দুই মেয়াদে সিসিকের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরতি ৮ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ছিলেন।